মাসিকের ৬ দিন আগে সহবাস করা হয়েছে। যতটুকু মনে আছে বীর্য ভিতরে পড়েনি। কোনো পিল খাওয়া হয়নি। কিন্তু পিরিয়ডের ডেট পার হয়ে আরও ৪ দিন হয়ে গেলেও পিরিয়ড হচ্ছে না। তার পিরিয়ড সাধারণত নিয়মিতই হয়ে থাকে। নিয়মিত হওয়ার জন্য ওষুধ গ্রহণ করে থাকে। এইক্ষেত্রে পিরিয়ড না হওয়ার কারণ কি? আর গর্ভধারণের কোনো সম্ভাবনা আছে কি?