বিভিন্ন কারনে নারীদের মাসিক অনিয়মিত হতে পারে ৷ যেমন- আয়রনের অভাব, পুষ্টির অভাব, মাত্রাতীত পরিশ্রম করা, রাত্রি যাগরণ, মানসিক চাপ, টেনশনে থাকা, অত্যাধিক ঠান্ডা লাগা, ইমারজেনসি কনট্রাসেপটিভ পিল সেবন, প্রি মেনোপজাল পিরিয়ড, মাদক সেবন প্রভৃতি কারনে মাসিক অনিয়মিত হতে পারে ৷
এছাড়া আভ্যন্তরীণ কিছু কারন যেমন ওভারিতে ইনফেকশন, টিউমার, ক্যানসার, পলিপ ইত্যাদি কারনে পিরিয়ড অনিয়মিত হতে দেখা যায় ৷
তাই গর্ভবতী নন, কিন্ত অন্য কারনে মাসিক পিছাতে পারে৷
তাছাড়া প্রেগন্যানসি টেস্ট করার সঠিক নিয়ম ডেট মিস হওয়ার কমপক্ষে ১৫ দিন পর৷ আপনি আগেই করেছেন যার কারনে রিপোর্ট সঠিক নাও আসতে পারে৷ তাই কয়েকদিন অপেক্ষা করুন....