95 বার দেখা হয়েছে
"কুরআন ও হাদিস" বিভাগে করেছেন

2 উত্তর

1 টি পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
নির্বাচিত করেছেন
 
সর্বোত্তম উত্তর

ইহুদীদের কর্তৃক নবীজী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিষপ্রয়োগে হত্যাচেষ্টার ষড়যন্ত্রের ঘটনাটি বুখারী শরীফে এভাবে এসেছে - 

হযরত আবু হুরায়রা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু বর্ণনা করেন, খায়বর বিজিত হলে রাসূলূল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য (ইহুদীদের পক্ষ হতে) একটি ভাজা বকরী হাদিয়া পাঠানো হয়, যা বিষ মিশ্রিত ছিল। তখন রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম  হুকুম দিলেন, এখানে যত ইহুদী আছে তাদের সবাইকে আমার সামনে জমায়েত কর। অতঃপর সবাইকে তাঁর সামনে জমায়েত করা হল। রাসূলূল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে সম্বোধন করে বললেন, আমি তোমাদেরকে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা কি আমার সাথে সত্য কথা বলবে? তারা জবাবে বলল, হ্যাঁ, হে আবুল কাসেম (সল্লাল্লাহু আল্লাইহি ওয়া সাল্লাম)। 

তখন রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের পিতা কে? তারা জবাবে বলল, অমুক ব্যক্তি। রাসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা মিথ্যা বলছ, বরং তোমাদের পিতা অমুক। তখন তারা তাঁর বাক্যে সায় দিয়ে বলল, হ্যাঁ। আপনি ঠিকই বলছেন এবং সত্য কথা বলছেন। তিনি আবার জিজ্ঞেস করলেন, যদি আমি তোমাদেরকে কোন প্রশ্ন করি তোমরা কি সে ব্যাপারে আমার নিকট সত্য কথা বলবে? তারা বলল, হ্যাঁ, হে আবুল কাসেম। কারণ, আমরা যদি মিথ্যা বলি তা হলে আপনি তা ধরে ফেলবেন, যেমন ধরে ফেলেছিলেন আমাদের পিতা সম্পর্কে মিথ্যা বলায়।

তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, জাহান্নামী কারা? তারা বলল, আমরা স্বল্প মেয়াদ পর্যন্ত জাহান্নামে থাকব, তারপর আমাদের বদলে তোমরা থাকবে। তখন রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, চিরকাল তোমরাই জাহান্নামে লাঞ্ছিত হও। আল্লাহর শপথ! আমরা কখনো তাতে তোমাদের স্থলাভিষিক্ত হব না।

পুনরায় তাদেরকে জিজ্ঞেস করলেন, আমি তোমাদেরকে আর কোন প্রশ্ন করলে তোমরা কি সে ব্যাপারে আমার নিকট সত্য কথা বলবে? তারা জবাব দিল, হ্যাঁ! তখন তিনি প্রশ্ন করলেন, তোমরা কি এ বকরীটির গোশতে বিষ মিশিয়েছ ? তারা জবাব দিল, হ্যাঁ, তিনি জিজ্ঞেস করলেন, কিসে তোমাদেরকে এ কাজ করতে উৎসাহিত করেছে? তারা উত্তর দিল, আমাদের উদ্দেশ্য ছিল, যদি আপনি নবুওয়তের মিথ্যা দাবীদার হয়ে থাকেন তা হলে আপনি শেষ হয়ে যাবেন, আমরা আপনার হাত থেকে মুক্তি পেয়ে যাব। আর যদি আপনি সত্যিকার নবী হয়ে থাকেন তা হলে এ বিষ আপনার কোন ক্ষতিই করতে পারবে না। 

রেফারেন্সঃ- বুখারী শরীফ, হাদীস নং - ৫৩৬২ 

অনুবাদকঃ- শায়খুল হাদীস আল্লামা আজীজুল হক রহমাতুল্লাহি আলাইহি। 

0 জনের পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন
মহানবী সা:-কে হত্যার জন্য শত্রুরা বিভিন্ন ষড়যন্ত্র ও পরিকল্পনা করেছিল। এমনকি খাবারের মধ্যে বিষ মিশিয়ে হত্যা করার জঘন্য ষড়যন্ত্রও বাদ যায়নি। খাবারে বিষ মিশিয়ে যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটানোর হীন চক্রান্ত করেছিল একজন ইহুদি মহিলা, তার নাম জয়নব। সে ছিল ইহুদি সাল্লাম ইবন মিশকামের স্ত্রী। তারা খয়বরে বসবাস করত। সে সময় মহানবী সা: খয়বরে অবস্থান করছিলেন। জয়নব তার দুরভিসন্ধি বাস্তবায়নের জন্য মহানবী সা:-কে নিমন্ত্রণ করে। মহানবী সা: কী খেতে পছন্দ করেন জয়নব তাও জেনে নেয়। যথাসময়ে মহানবী সা:-এর প্রিয় উপাদেয় খাবারই মজলিসে পরিবেশন করা হয়। মহানবী ও সাহাবিরা খাবার গ্রহণ করেন। মহানবী সা: খাওয়া মাত্র জেনে যান যে তাতে বিষ মেশানো হয়েছে। তিনি তৎক্ষণাৎ সাহাবিদের খাবার খেতে নিষেধ করেন। কিন্তু ইতোমধ্যে বাশার ইবন বারা মহানবীর সা: সতর্কবাণীর আগেই খাবার গলধঃকরণ করে ফেলেছেন! কিছুক্ষণের মধ্যে তার দেহে তীব্র বিষক্রিয়া শুরু হয়। খাবারে মিশ্রিত বিষ ছিল খুবই তীব্র। ফলে অল্পক্ষণের মধ্যে বাশার রা: শাহাদাত বরণ করেন। মহানবী সা: খাবারে বিষ মেশানোর বিষয়টি ঠিকই অবগত হয়েছিলেন। বিষ মিশ্রিত খাবার খাওয়া সত্ত্বেও তাঁর পবিত্র অন্ত্রে কোনো ক্রিয়া করতে পারেনি। ফলে মহানবী সা:-এর প্রাণ রক্ষা হয় এবং ঘাতকের সব চেষ্টাই ব্যর্থ হয়। লেখক : অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এই ঘটনার পরেও মুহাম্মাদ সা. খায়বারের সকল ইহুদীদের কে ক্ষমা করে দিয়েছিলেন।

এরকম আরও কিছু প্রশ্ন

34,059 টি প্রশ্ন

33,009 টি উত্তর

1,579 টি মন্তব্য

3,214 জন সদস্য

Ask Answers সাইটে আপনাকে সুস্বাগতম! এখানে আপনি প্রশ্ন করতে পারবেন এবং অন্যদের প্রশ্নে উত্তর প্রদান করতে পারবেন ৷ আর অনলাইনে বিভিন্ন সমস্যার সমাধানের জন্য উন্মুক্ত তথ্যভাণ্ডার গড়ে তোলার কাজে অবদান রাখতে পারবেন ৷
16 জন অনলাইনে আছেন
0 জন সদস্য, 16 জন অতিথি
আজকে ভিজিট : 10700
গতকাল ভিজিট : 22907
সর্বমোট ভিজিট : 42871454
  1. Tuhin_Islam

    50 পয়েন্ট

    0 টি উত্তর

    0 টি গ্রশ্ন

  2. Kuddus

    5 পয়েন্ট

    1 টি উত্তর

    0 টি গ্রশ্ন

  3. Sijan855

    1 পয়েন্ট

    0 টি উত্তর

    1 টি গ্রশ্ন

এখানে প্রকাশিত সকল প্রশ্ন ও উত্তরের দায়ভার কেবল সংশ্লিষ্ট প্রশ্নকর্তা ও উত্তর দানকারীর৷ কোন প্রকার আইনি সমস্যা Ask Answers কর্তৃপক্ষ বহন করবে না৷
আজ বঙ্গাব্দ৷
...