আমার বন্ধু তার ফ্রেন্ডের সাথে ২ মাস আগে সহবাস করে। সহবাসের ১৪ দিন পর তার মাসিকের ডেট থাকলেও তার মাসিক হয় ২১ দিন পর ৪ দিন থাকে। পরে কিট পরিক্ষা করে নেগেটিভ আসে। পরের মাসি আবার মাসিক হয় ২৮ দিন পর। টেনশন থাকার কারনে ২ বার কিট পরিক্ষা করি ২ বার নেঘেটিভ আসে। নিয়মিত দুইবার মাসিক হবার পরও কি গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে। এমনিতে কোন লক্ষ্মণ বা সমস্যা নেই।