পিল খাওয়ার নিয়ম হলো মাসিক যেদিন শুরু হবে সেদিন থেকে বা পরের দিন থেকে পিল খাওয়া শুরু করতে হয়৷ কিন্তু আপনি মাসিক শেষ হওয়ার পর পিল খাওয়া শুরু করেছেন৷ যাই হোক, যদি পিল শুরু করার তিন দিন পরেই সহবাস করেন এবং পরবর্তী দিনগুলোতে নিয়মিত পিল সেবন করেন তাহলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কম বা নেই বললেই চলে৷