সাধারণত নির্বাচন বলতে কে সর্বোত্তম সেটা বাছাই করাকে কে বুঝায়। অপর দিকে অর্থনীতিতে নির্বাচন হলো মানুষের অভাব পূরণে তার সম্পদের দুঃপ্রাপ্যতা থাকায় বিভিন্ন অভাবের মধ্য থেকে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ অভাবটিকে বাছাই করে মানুষ তার পর সেই অভাবটিকে পূরণের চেষ্টা করে। অর্থনীতিতে এইটাকেই নির্বাচন বলে।