২৭-০৭-২০২৩ তারিখ রাত 11.00 pm এ MM kit এর দ্বিতীয় ডোজ কমপ্লিট করার পরে সেই রাতে আর সকালে চাকা চাকা ব্লাড যায়। সাথে সাদা গোলের মত ছোট কি জানি একটা বের হয়েছে। বিকেল থেকে ব্লাড একদম কম। বাদামি কালার। পেটে কোনো ব্যাথা নেই। শুধু স্তনে প্রচুর ব্যাথা আছে। ঔষধ খাওয়ার আগেও ব্যাথা ছিল কিন্তু কম। ঔষধ খাওয়ার পরে স্তনের ব্যাথা বাড়ছে।
গর্ভপাত কি হয়েছে?
আর স্তনে ব্যাথা হওয়ার কারণ কি?