আপনার সমস্যার কথা শুনে মনে হচ্ছে প্রেগন্যান্ট হয়ে গেছে৷ তাই পুরোপুরি নিশ্চিত হতে আবার প্রেগন্যানসি টেস্ট করে দেখেন বা আলট্রাসনোগ্রাফি করে দেখেন৷
যদি আলট্রাসনো করে দেখেন প্রেগন্যান্ট নয় তাহলে রোগীকে গ্যাসের ওষুধ, কৃমিনাশক ওষুধ, আয়রন জাতীয় ওষুধ এবং ভিটামিন ওষুধ কিছু দিন খাওয়ান৷ তাহলে ঠিক হয়ে যাবে৷