এমএমকিট ঔষধের প্রথম ডোজ বা একটি পিল খেলেই গর্ভপাতের সূচনা হয়ে যায়৷ এতে অনেক সময় ২য় ডোজের প্রয়োজন হয়না৷ আর ২য় ডোজ বিষয়টিকে পুরোপুরি নিশ্চিত করে৷
তাই প্রথম ডোজ খেলেই বাচ্চা নষ্ট হবে, বের হবে না, হয়তো ভিতরেই থেকে যাবে৷
আবার যদি প্রথম ডোজ খাবার পরে বাচ্চা জীবীত থাকে তাহলে প্রতিবন্ধী হবার সম্ভাবনা থাকে৷