এমএমকিট খেতে হলে গর্ভবতী কিনা তা নিশ্চিত হতে হয়৷ এজন্য আলট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হতে হবে৷ আপনি হয়ত নিশ্চিত না হয়েই খেয়েছেন৷
যাইহোক, দ্বিতীয় বার খেতে হলে অবশ্যই আলট্রাসনোগ্রাফি করে নিশ্চিত হতে হবে যে গর্ভবতী ৷ কেননা গর্ভবতী হওয়া ছাড়াও নারীদের বিভিন্ন সমস্যার কারণে মাসিক বন্ধ থাকে৷ তাই মাসিক বন্ধ থাকলেই এমএমকিট খেতে হবে এমনটা নয়৷
তাই এখন গাইনি চিকিৎসকের স্মরণাপন্ন হন৷