জানাযার নামাজের শর্ত প্রধানত পাঁচটি। যথাঃ-
প্রথমত. মৃতের মুসলমান হওয়া,
দ্বিতীয়ত. মৃতের পাক হওয়া,
তৃতীয়ত. তার কাফন পাক হওয়া,
চতুর্থত সতর আবৃত হওয়া এবং
পঞ্চমত. মৃতের লাশ নামাজিদের সামনে বিদ্যমান থাকা ।
এ সকল শর্তাবলি তো মৃত সংক্রান্ত । আর নামাজিদের জন্য শুধুমাত্র সময় ছাড়া অন্যান্য ঐ সমস্ত শর্তই প্রযোজ্য, যা নামাজের শর্তাবলিতে রয়েছে।