এমএমকিট খেয়ে গর্ভ নষ্ট হওয়ার পর জরায়ু পূর্বের অবস্থায় ফিরে আসতে মোটামুটি ২ - ৪ সপ্তাহ সময় লাগতে পারে৷ তবে এটা সবার ক্ষেত্রে এক রকম হয় না৷ নারীদের জীবন যাপনের ধরন, বয়স, খাদ্যাভাস, স্বাস্থ্য ইত্যাদি কারনে এই সময় কম বা বেশি হতে পারে৷
তাই আপনার ক্ষেত্রে ঠিক কতদিন পর্যন্ত নিরাপদ সময় হবে সেটা বলা সম্ভব নয়৷ এজন্য পূনঃরায় মাসিক না হওয়া পর্যন্ত আপনার স্বামীকে কনডোম ব্যবহার করতে বলেন৷
মাসিক শুরু হলে প্রথম দিন বা দ্বিতীয় দিন থেকে পিল খাওয়া শুরু করেন৷
তবে হ্যাঁ, ইমারজেনসি পিল সেবন করাটাও কিন্তু সমাধান নয়৷ তাই সেটা থেকেও বিরত থাকুন৷
আর যদি বাচ্চা একান্তই নিতে না চান তাহলে ডিপোপ্রোভেরা ইনজেকশন নিতে পারেন৷ একটা ইনজেকশন নিলেই তিন মাস নিশ্চিন্তে থাকতে পারবেন৷ আশা করি বুঝতে পেরেছেন৷ ধন্যবাদ, ভালো থাকবেন৷