এমএম কিট বক্সে মোট পাঁচটি পিল থাকে ৷ একটি বড় পিল ও চারটি ছোট পিল ৷ বড় পিলটি প্রথম রাতে খেয়ে নিতে হবে ৷
পরের দিন রাতে দুই গালের ভিতরে দুটি করে চারটি পিল ধরে রাখতে হবে ৷ প্রায় আধ ঘন্টা ধরে রাখতে হবে ৷ এ সময় থুথু ফেলা যাবে না ৷ তবে আধ ঘন্টা পর ধরে রাখতে না পারলে পানি দিয়ে খেয়ে নিতে হবে ৷
এছাড়া ডাক্তারের কাছ থেকে ভালোভাবে খাওয়ার নিয়ম জেনে নিতে পারবেন ৷ কিংবা প্যাকেটের মধ্যে থাকা নির্দেশনাবলী ভালো ভাবে পড়ে নিবেন ৷
এমএম কিট সেবনের ফলে প্রচুর রক্তক্ষরণ হতে পারে ৷ তাই আগে থেকেই যেকোন ডাক্তারের সাথে যোগাযোগ রেখে ঔষধ সেবন করা নিরাপদ ৷