আমার বয়স ২৬।
৩বছরের একটা ছেলে আছে। তো কিছুদিন আগে পিরিয়ড মিস হওয়ায় টেস্ট করে রেজাল্ট পজিটিভ পেয়েছি। এখন আরেকটা বাচ্চা চাচ্ছিলাম না তাই এমএম কিট খেয়েছি। প্রেগন্যান্সির ১৫ দিন ছিলো। সমস্যা হলো এমএমকিটের ছোট ৪টা বড়ি খাওয়ার পর বমি হয়। বিকেলে খেয়েছিলাম। ৮টার দিকে পিরিয়ড শুরু হয়। চাকা চাকা। সাথে পেইনও আছে। এখন চাকা চাকা ব্লিডিংয়ের সাথে ভ্রুণ যাচ্ছে কিনা তা ঠিক বুঝতে পারছি না৷