গর্ভধারণ এর ৫ সপ্তাহের সময় এম এম কিট খেয়েছি।২ দিনের ওষুধ গুলা খাওয়ার পর ব্লিডিং হয়ে তারপর দিন বন্ধ হয়ে যায়।৩ দিনের দিন মাসিক শুরু হয়ে অনেক ব্লিডিং হয়।৫ দিনের দিন বন্ধ হয়ে এখন আবার ৭ দিনের দিন হাল্কা ব্লিডিং হচ্ছে।এখন বুঝতে পারছি না যে গর্ভপাত সঠিক ভাবে হয়েছে কিনা? কি করতে পারি?