হোমিওপ্যাথিক ঔষধ এবং এলোপ্যাথিক ঔষধ দুটো একসাথে খাওয়া যাবেনা ৷ এটা আমার ব্যক্তিগত মন্তব্য নয় ৷ এটা হোমিওপ্যাথিক মেটরিয়া মেডিকার ( হোমিওপ্যাথিক চিকিৎসার বই) কথা ৷ কাজেই যে যাই বলুক আপনার দুটো ঔষধ একসাথে খাওয়া যাবেনা ৷ যদি খান তবে হোমিওপ্যাথিক ঔষধ কোন কাজ করবে না ৷ এমনকি বিপরীত প্রতিক্রিয়া হতে পারে ৷