মাসিক শুরু হওয়ার আগে বা সময়ের মধ্যে যৌনসঙ্গম করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিভিন্ন মত রয়েছে। ইসলামে সাধারণত মাসিক কালীন সময়ে যৌনমিলন হারাম বা নিষিদ্ধ বলা হয়, কারণ মাসিক চলাকালীন নারীর শরীরে বিশেষ পরিচর্যার প্রয়োজন।
তবে মাসিক শুরু হওয়ার আগের অবস্থায় (মানে রক্তপাত শুরু হওয়ার আগে) যদি যৌনসঙ্গম ঘটে, সেটি নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকতে পারে। অধিকাংশে বলা হয়, মাসিক শুরু হবার আগে যদি রক্তপাত না শুরু হয়ে থাকে, তাহলে সেক্স করা গুনাহ নয়। কিন্তু মাসিক চলাকালীন সেক্স করা গুনাহ।