রাউটারের গতি বৃদ্ধির ৭টি টিপস
ইন্টারনেট দুনিয়ার ঝড়ের মধ্যে আপনার রাউটারের গতি যদি হয় বাইসাইকেলের মত, সেটা অবশ্যই খুবই দুঃখজনক। অনেকেই এই সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন এবং কী করবেন বুঝে উঠতে পারছেন না। তাহলে আসুন জেনে নেই কী কী ভাবে আমরা আমাদের রাউটারের ইন্টারনেটস্পিড বাড়াতে পারি।
(১) আপনি আপনার ব্যান্ডউইথ বাড়াতে পারেন। অর্থাৎ আপনি যদি ভারি কাজ করতে চান সেক্ষেত্রে আপনার ব্যান্ডউইথ বাড়াতে পারেন। রাউটারের ডুয়েল অথবা ট্রাই ব্যান্ডউইথ, যেটা আপনার কাজের সাথে সামঞ্জস , সেটা কিনতে পারেন। তবে খেয়াল রাখতে হবে আপনার ডিভাইস যেনো ঐ ব্যান্ডউইথ সাপোর্ট করে। ভারি কাজ বলতে যেমন গেম খেলা, ডাটাস্টোরেজ ইত্যাদি বুঝানো হয়ে থাকে। কিন্তু বাসা বাড়িতে বা ছোট ব্যবসার জন্য সিঙ্গেল ব্যান্ডউইথই যথেষ্ঠ।
(২) রাউটারটি সঠিক জায়গায় রাখাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাউটারটিকে একটু উচু, নিরাপদ ও যথাসম্ভব ফাঁকা স্থানে বসাতে হবে। যাতে করে সকল দিকে সমানভাবে নেট বিস্তারলাভ করতে পারে। ম্যাশএবলের প্রতিবেদন অনুযায়ী, নেটের স্পিডের জন্য সবচেয়ে বড় বাধা হলো জানালা এবং পানি।
(৩) নেটওয়ার্ক এক্সটেন্ডার ব্যবহারের মাধ্যমে ঘরের কোনায় কোনায় পৌছে যেতে পারে এই ইন্টারনেট। এটি মোটামুটি ব্যয়বহুল কিন্তু বেশ ফল্প্রসূ। পুরানো রাউটার এর জুড়ে দিলে আপনি বেশ ভালো ফল পাবেন।
(৪) আপনি চেক করে নিতে পারেন আপনার নেট অন্য কেউ ইউজ করছে কী না আপনার অগোচরে। সেজন্য আপনি এই আর্টিকেলটি পড়তে পারেনঃ কিভাবে করে আপনি আপনার ওয়াইফাই স্পীড নিয়ন্ত্রণ করবেন? ।
এটার মাধ্যমে আপনি আপনার অনাকাঙ্খিত ইউজারকে সরিয়ে ফেলতে পারেন অথবা অন্যদের লিমিটেড স্পিড দিয়ে আপনার স্পিড বাড়িয়ে নিতে পারেন।
(৫) সবসময় আপডেটেড ফার্মওয়ার ব্যাবহার করুন। এর মাধ্যমে আপনি যেমন নতুন নতুন ফিচার পেতে পারেন আবার স্পিডটাও বেশি পাবেন।
(৬) দিনে অন্ততঃ ১০ মিনিট রাউটারটি অফ করে রাখুন। এতে করে আপনি ভালো ফলাফল পাবেন। সকল যন্ত্রেরই একটু রেস্ট দরকার হয়।
(৭) ব্যাকগ্রাউন্ডের কাজ বন্ধ করুন। মাঝে মাঝেই আপনার ডিভাইসগুলো চেক করে নিতে পারেন যাতে কোন এপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ না করে।
বর্তমান ভার্চুয়াল দুনিয়াই নেটের গতির সাথে জীবনের গতি সামঞ্জস্য। তাই রাউটারের গতি বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি হোক আপনার জীবনের গতি।
19 অক্টোবর, 2021
করেছেন
Misbahussadat