আমার নতুন বিয়ে হয়েছে। প্রথম বার সহবাসের পর ২ ঘন্টার মধ্যে পিল খেয়েছি কিন্তু কোন কোম্পানির ছিল মনে নাই সন্দেহ জনিত কারণে ২৪ ঘন্টা পর আরো একটা পিল খেয়েছি এটা ইমকন ১ ছিল। ৭-৮ দিন পর স্পটিং হয়েছে ২-৩ দিন কিন্তু এখনো মাসিক হয়নি। গত মাসে ৩০ শে নভেম্বর মাসিক হয়েছে, ১০ শে ডিসেম্বর সহবাস করেছি। আমার ২৮ দিনের মাসিক চক্র কিন্তু এখনো মাসিক হয়নি।পরবর্তী তে সহবাস করিনি বা পিল খাইনি। ঐ দুইটা পিলের জন্য মাসিকের দেরি হচ্ছে কি?
স্তনের নিপলে ব্যথা, মাঝে মাঝে বমি বমি ভাব কাজ করে,পেটে হালকা চাপা ব্যাথা এই উপসর্গ গুলো আছে। গর্ভধারনের কোনো সম্ভাবনা আছে?