17 তারিখে আমার মাসিকের ডেট ছিলো। গত মাসে আমি সহবাস করি তিনদিন এবং তিনটা ইমকন ইমারজেন্সি পিল সেবন করি। এই মাসে মাসিক এর ডেট পার হয়ে গেছে। আমার কোনো সাদা স্রাব যাচ্ছে না, যৌনি পথ একদম শুষ্ক কিন্তু মাসিক ও হচ্ছে না।
সেক্ষেত্রে আমার কি গর্ভধারন এর সম্ভাবনা আছে?