ইমারজেন্সি পিল সেবনের থেকে ফেমিকন পিল সেবন করা অনেক নিরাপদ। এর সাইডইফেক্ট অনেক কম। তাই নিশ্চিন্তে ফেমিকন পিল সেবন করতে পারবে।
পিল শুরু করলে এর সাইডইফেক্ট হিসেবে মাথা ব্যথা, মাথা ঘুরা, বমি বমি ভাব, পিরিয়ড অনিয়মিত, শরীরের ওজন বেড়ে যাওয়া, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, রাতে ঘুমের সমস্যা প্রভৃতি লক্ষন দেখা দিতে পারে। খুব বেশি সমস্যা মনে হলে সরাসরি গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন।