বিছানায় বসে খাবার খেলে ৫ ধরনের সমস্যা লেগে থাকে। যথাঃ-
১. এই ধরনের লোকদের ঘরে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে।
২. তাদের বাসায় যত টাকায় আসুক না কেনো, টাকায় কোনো বরকত থাকে না।
৩. স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণ ছাড়াই ঝগড়া-বিবাদ লেগে থাকে।
৪. তাদের টাকা কোথাও না কোথাও ফেঁসে যেতে শুরু করে।
৫. তাদের ঘরে কারও না কারও উপর ঋণ জমা হওয়া শুরু হয়।