সফরে পথিমধ্যে কোথাও নামলে বা থামলে এই দুআ পড়তে হয়ঃ-
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
অর্থঃ- আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলোর দ্বারা তাঁর সৃষ্টি করা সব কিছুর অকল্যাণ থেকে আশ্রয় চাই।
উৎসঃ-
বর্ণনাকারী সাহাবীঃ-
হজরত আবু হুরায়রা (أبو هريرة رضي الله عنه)
হাদীসের মূল উৎসঃ- সহিহ মুসলিম
(كتاب الذكر والدعاء)
★ দুয়াটি পড়ার ফজিলতঃ-
মুসাফির অবস্থায় পথে কোথাও বিশ্রাম নিতে বা কোনো প্রয়োজনে নামলে এই দুআ পাঠ করবে। হাদীস শরীফে এসেছেঃ- যে ব্যক্তি কোনো স্থান বা মঞ্জিলে নেমে এই দুআ পাঠ করবে, সে স্থান থেকে রওনা হওয়া পর্যন্ত কোনো কিছুই তাঁকে ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ্
ইবনুস্সুন্নী (عمل اليوم والليلة)
হিসনে হাসীন-এ উল্লেখঃ-
الحِصن الحَصين, باب ما يقول إذا نزل منزلاً
রেফারেন্স: “حصن … عن أبي هريرة”