খাবার সামনে আসলে এই দুয়াটি পড়তে হয়ঃ-
اللَّهُمَّ بَارِكْ لَنَا فِيمَا رَزَقْتَنَا، وَقِنَا عَذَابَ النَّارِ
অর্থঃ-
হে আল্লাহ! আমাদের রিজিকে আপনি বরকতময় করুন এবং জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন।
উৎসঃ-
বর্ণনাকারীঃ- বিভিন্ন সাহাবী থেকে সাধারণভাবে মাওকূফ/মারফূ বর্ণনা পাওয়া যায়।
হিসনে হাসীন-এ উল্লেখ আছে (باب الطعام)
মূল হাদীসের রেফারেন্স: ইমাম ইবনুস্সুন্নী, দুআ গ্রন্থসমূহ।