নিজের ঘর থেকে বের হওয়ার সময় এই দুআ পড়তে হয়ঃ-
بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ
অর্থঃ-
আল্লাহর নামে (বের হচ্ছি)। আল্লাহর ওপর ভরসা করেছি। পাপ থেকে ফেরার ও সৎকাজ করার শক্তি কেবল আল্লাহর পক্ষ থেকেই।
উৎসঃ-
বর্ণনাকারীঃ- আনাস ইবন মালিক (رضي الله عنه)
হাদীসের মূল উৎসঃ- আবু দাউদ (باب ما يقول الرجل إذا خرج من بيته), তিরমিযী।
হিসনে হাসীনঃ- باب الخروج من المنزل (عن أنس)
এই দুয়া সম্পর্কে হাদীস শরীফে আছে, যে ব্যক্তি নিজের ঘর হতে বের হওয়ার সময় এই দুআ পড়বে, (রহমতের ফেরেস্তা তাঁকে বলে, তুমি (এই দু'আ দ্বারা) হিদায়াত লাভ করলে, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। আপদ বিপদ হতে বেঁচে গিয়েছো। এর পর শয়তান লজ্জিত হয়ে যায় এবং অপর শয়তান লজ্জিত শয়তানকে বলে, যে ব্যক্তি হিদায়াত লাভ করেছে এবং (এমন কাজ করেছে যা তাঁর সাহায্যের জন্য) যথেষ্ট হয়ে গেছে, সে আপদ বিপদ হতে বেঁচে গিয়েছে, তাঁকে (এখন আর) কী করতে পারবে?