"প্রচলিত জাল হাদীস" গ্রন্থটির রচয়িতা হলেন "মাওলানা মুতীউর রহমান"। বইটি লেখার ক্ষেত্রে দিকনির্দেশনা দিয়েছেন "জাতীয় মসজিদের সম্মানিত খতীব মাওলানা আবুল মালেক সাহেব দাঃ বাঃ"। বইটি গবেষণামূলক উচ্চতর ইসলামি শিক্ষা ও দাওয়াত সংস্থা " মারকাযুদ্দাওয়াতিল ইসলামিয়া ঢাকা থেকে প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য যে, বইটি ১৪২৪ হিজরী রজব মোতাবেক ২০০৩ ইংরেজি সন সেপ্টেম্বরে প্রকাশিত হয়। তৎকালে মাওলানা আবুল মালেক সাহেব হুজুর জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ছিলেন না।