মসজিদে প্রবেশ করার সময় এই দু'আ পড়তে হয় -
اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ
অর্থ: আয় আল্লাহ! আপনি আমার জন্য আপনার দয়ার সমস্ত দরজাগুলো খুলে দিন।
মসজিদে প্রবেশ করার সময় সুন্নতের নিয়তে প্রথমত ডান পা প্রবেশ করাবে, তারপর উপরোক্ত দুয়াটি পড়বে।
দুয়াটি হিসনে হাসীন নামক কিতাবে আবু হামীদ থেকে বর্ণিত হয়েছে।