অযুর শুরুতে এই দুয়া পড়তে হয় -
অযু শুরুতে শুধু بِسْمِ اللّٰهِ (বিসমিল্লাহ) বলা সহীহ হাদিসে প্রমাণিত। হাদীসটি আবু হুরাইরা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এর সূত্রে সুনান আবু দাউদ শরীফে ১০১ নং হাদিসে বর্ণিত হয়েছে। দুয়াটি জামে’ তিরমিযীর ২৫ নং হাদীসেও এসেছে। হাদীসটি হাসান হিসেবে গ্রহণযোগ্য।
♦️ মায়ারিফুস সুনানে এই দুয়াটির কথা এসেছে -
بِسْمِ اللّٰهِ وَ الْحَمْدُلِلّٰهِ