আজানের পর এই দুয়া পড়তে হয় -
اللّٰهُمَّ رَبَّ هٰذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَّحْمُوْدًا الَّذِيْ وَعَدْتَّهُ
দুয়াটি হজরত জাবির ইবন আবদুল্লাহ রাযিয়াল্লাহু তা'য়ালা আনহুর সূত্রে সহীহ আল-বুখারীর ৬১৪ নং হাদিসে এবং সুনানু আবু দাউদ শরীফে ৫২৯ নং হাদিসে বর্ণিত হয়েছে।
♦️ ফজীলত -
হাদীস শরীফে আছে “যেই ব্যক্তি আযানের শব্দ শোনার পর (বা নিজে আযান দিয়ে) এই দু'আটি একবার পাঠ করবে, কেয়ামতের দিন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম - এর পক্ষে তার জন্য সুপারিশ করা (মেহেরবানী স্বরূপ) আবশ্যক হয়ে যাবে।"