ইস্তিঞ্জা শেষে/টয়লেট থেকে বের হওয়ার পর غُفْرَانَكَ এই দুয়া পড়তে হয়। দুয়াটি
সুনান আবূ দাউদ শরীফে হজরত আয়িশা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহা থেকে বর্ণিত হয়েছে। হাদিস নং 30, হাদীসটি জামে’ তিরমিযীতে 7 নং হাদীসেও বর্ণিত হয়েছে।
ইমাম নাসায়ীও দুয়াটি বর্ণনা করেছেন।
♦️ হিসনে হাসীন নামক কিতাবে হজরত আবু যর গিফারী রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এর সূত্রে ইস্তিঞ্জা / টয়লেট থেকে বের হওয়ার সময় নিচের এই দুয়াটির উল্লেখ রয়েছে, আর এটাই প্রচলিত প্রসিদ্ধ দুয়া, দুয়াটি এই -
الْحَمْدُ لِلَّهِ الَّذِي اذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي
দুই হাদীসে বর্ণিত দুয়া দুটি দুই রকম হওয়ার প্রেক্ষিতে উলামায়ে কিরাম উভয় দুয়াটি একসাথে করে এভাবে পড়ার কথা বলে থাকেন -
غُفْرَانَكَ الْحَمْدُ لِلّٰهِ الَّذِي اَذْهَبَ عَنِّي الْأَذَى وَعَافَانِي