ইস্তিঞ্জায় যাওয়ার সময়/টয়লেটে ঢোকার আগে এই দুয়া পড়তে হয় -
بِسْمِ اللّٰهِ ، اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ
দুয়াটি হজরত আনাস ইবন মালিক রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এর সূত্রে সহীহ আল-বুখারীর 142 নং হাদীসে এবং সহীহ মুসলিমের 375 নং হাদীসে বর্ণিত হয়েছে।
♦️ হিসনে হাসীনে দুয়াটি হজরত যায়েদ ইবনু আরকাম রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু এর সূত্রে বর্ণিত হয়েছে। তাঁর বর্ণিত সূত্রে দুয়াতে بِسْمِ اللّٰهِ শব্দটি উল্লেখ নেই।