♦️ সকাল-সন্ধ্যার সর্বোত্তম দুয়া (Sayyidul Istighfar) -
এটি সকাল-সন্ধ্যার দুয়াগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দুয়া।
দুয়াটি এই -
اَللّٰهُمَّ أَنْتَ رَبِّيْ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلٰى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوْءُ لَكَ بِذَنْبِيْ، فَاغْفِرْ لِيْ، فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوْبَ إِلَّا أَنْتَ
বাংলা অর্থ (সারসংক্ষেপ) -
“হে আল্লাহ! তুমি আমার প্রতিপালক… আমি তোমার নিকট তোমার অনুগ্রহের স্বীকারোক্তি করছি এবং আমার অপরাধেরও স্বীকার করছি; অতএব আমাকে ক্ষমা করুন, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।”
♦️ ফযিলত -
হাদিসে নবীজী ﷺ বলেছেন -
“যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সকালবেলায় এই দুয়া পড়বে এবং সেদিন সন্ধ্যার আগেই মারা যাবে, সে জান্নাতে যাবে। আর যে সন্ধ্যায় পড়বে এবং রাতে মারা যাবে, সেও জান্নাতে যাবে।"
হাদিসসূত্রঃ-
দুয়াটি সহীহ আল-বুখারী শরীফে হজরত শাদ্দাদ ইবনে আউস রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিস নং 6306
♦️ সকাল ও সন্ধ্যায় পড়ার আরও একটি দু'আ -
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْئَ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
অর্থঃ- আমি ওই আল্লাহর নামে আরম্ভ করছি যাঁর নামে শুরু করলে আসমান জমীনে কোন বস্তুই অনিষ্ট করতে পারে না এবং তিনি সব কিছু শ্রবণকারী ও মহাজ্ঞানী।
নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি এই দুআ সকালে তিনবার ও সন্ধ্যায় তিনবার করে পাঠ করবে, কোন বস্তুই তাঁর অনিষ্ট করতে পারবে না। অন্য এক হাদীসে আছে, সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত আকস্মিক কোন বিপদ তাঁকে স্পর্শ করবে না। (ইংশা আল্লাহ্)
দুয়াটি হিসনে হাসীন নামক কিতাবে বর্ণিত হয়েছে।