প্রত্যেক নামাজের পর নিচের এই দুয়াটি পড়তে হয় -
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِيْ وَيُمِيتُ بِيَدِهِ الْخَيْرُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ، اَللّٰهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَ لَايَنْفَعُ ذَا الْجَدِ مِنْكَ الْجَدُّ
দুয়াটি হিসনে হাসীনে হজরত মুগীরা ইবনে শু'বা রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে বর্ণিত হয়েছে।
এছাড়াও প্রত্যেক নামাজের পর এই দুয়াগুলো পড়া যায়, যেমনঃ- নামাজ শেষে বেশি বেশি যিকির ও দুয়া করার নির্দেশ আছে। সবচেয়ে সহীহভাবে যে জিকিরটি বর্ণিত হয়েছে তা হলো - اَسْتَغْفِرُ اللّٰهَ (তিনবার) এরপর -
اَللّٰهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
দুয়াটি হজরত সাওবান রাযিয়াল্লাহু তা'য়ালা আনহু থেকে সহীহ মুসলিম শরীফে 591 নং হাদিসে বর্ণিত হয়েছে।