ইসতেঞ্জার আদবগুলো (যে কাজগুলো করা নিষেধ) এইঃ-
পায়খানা বা পেশাব করার সময় নিম্নের কাজগুলো করা যাবে না—
-
কেবলামুখী হয়ে বা কেবলাকে পেছন দিয়ে বসা।
-
রাস্তার উপর বা রাস্তার একদম পাশে পেশাব-পায়খানা করা।
-
কোনো গর্তের ভিতর পেশাব-পায়খানা করা, কিংবা সূর্য বা চাঁদের দিকে মুখ করে বসা।
-
টয়লেটে বসে গল্প করা, ওপরের দিকে তাকানো বা নিজের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকা।
-
হাড় বা কয়লা দিয়ে ইসতেঞ্জা করা।
-
দাঁড়িয়ে বা হাঁটতে হাঁটতে পেশাব করা।
-
অকারণে পানিতে পেশাব করা।
-
ফলদার বা ছায়াদার গাছের নিচে পায়খানা-পেশাব করা।
-
গোসলখানায় পেশাব-পায়খানা করা।
★ টয়লেটে প্রবেশের আদবঃ-
টয়লেটে ঢোকার আগে দু’আ পড়ে বাম পা দিয়ে প্রবেশ করবে।
বের হওয়ার সময় ডান পা দিয়ে আগে বের হয়ে তারপর দুয়া পড়বে।