জালালাইন শরীফের ব্যাখ্যাগ্রন্থ “জামালাইন” (جمالين) গ্রন্থটির রচয়িতা হলেন—
মাওলানা মুহাম্মদ জামিলুর রহমান (রহ.)
তিনি বাংলাদেশের একজন প্রসিদ্ধ আলেম, মুফাসসির ও মাদরাসা শিক্ষাবিদ।
সংক্ষেপে
-
“জামালাইন” নামটি এসেছে জালালাইন–এর জামিলী ব্যাখ্যা হওয়ায়—অর্থাৎ মাওলানা জামিলুর রহমান রচিত জালালাইনের ব্যাখ্যা।
-
বাংলা ভাষায় জালালাইনের অন্যতম সুপ্রসিদ্ধ ও গ্রহণযোগ্য ব্যাখ্যাগ্রন্থ।