ফতোয়ায়ে শামী, যার পূর্ণ নাম "রদ্দুল মুহতার ‘আলাদ্দুর্রিল মুখতার") গ্রন্থটির রচয়িতা হলেনঃ-
"ইমাম আল্লামা ইবনু আবিদীন রাহিমাহুল্লাহ্। তাঁর পূর্ণ নাম হলো মুহাম্মদ আমীন ইবনু উমর ইবনু আবিদীন শামী। (জন্ম: ১৭৮৪ খ্রি. — মৃত্যু: ১৮৩৬ খ্রি.)
তিনি হানাফী মাযহাবের একজন শীর্ষস্থানীয় ফকিহ ও মুজতাহিদ ছিলেন এবং তাঁর এই গ্রন্থই হানাফী ফিকহের অন্যতম নির্ভরযোগ্য ফতোয়া-গ্রন্থ হিসেবে বিশ্বজোড়া খ্যাত।