♦️মসজিদটির নামঃ- Masjid Al Mustafa (মসজিদ আল মুস্তফা)
♦️ মসজুদটির অবস্থানঃ- ঢাকা, মাদানি এভিনিউ (United City / ১০০ ফিট রোড এলাকা)
♦️ নির্মাণ খরচ ( বিভিন্ন সূত্রানুসারে) -
প্রায় ৩০০ কোটি টাকা (৩০ কোটি × ১০ = ৩,০০০,০০,০০,০০০ BDT ≃ ৩ বিলিয়ন টাকা) বিভিন্ন খবর ও প্রচার মাধ্যমে এই অংকটিই বলা হচ্ছে। কিছু রিপোর্ট এটিকে জনশ্রুতি/প্রজেক্টের ঘোষণার ভিত্তিতেই উল্লেখ করেছে।
♦️ বিশেষ দ্রষ্টব্যঃ- অনলাইন সংবাদ, সামাজিক পোস্ট ও প্রজেক্ট পেজগুলোতে ৩০০ কোটি টাকা - এটি বহুল প্রচারিত একটি সংবাদ; তবে নির্মাণের চূড়ান্ত হিসাব সম্পর্কে সরকারি/অধিকৃত হিসাব (এখনও প্রকাশিত না থাকায়) হিসাবের রকমফের হতে পারে, তবে সেই রকমফেরটাও খুব বেশী পার্থক্যের নয়। তাই উপরোক্ত টাকার অংকটা গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতেই দেয়া হলো।