এই সাইটটিতে বাংলা গল্প বিভাগের মতো বাংলা কবিতা বিভাগ নামে একটি বিভাগ রাখলে কেমন হয়? যে বিভাগে সদস্যগণ যার যার প্রিয় কবির কবিতাসহ নিজ নিজ স্বরচিত কবিতাও পোস্ট করতে পরবেন এবং কবিতাপ্রেমী পাঠকরাও এখান থেকে নিজ নিজ প্রিয় কবির নাম বা কবিতা সার্চ করে সেটা পড়তে পারবে?
একজন সদস্য হিসেবে বিভাগটি সংযুক্ত করার জোর দাবি জানাচ্ছি।