রাগ নিয়ন্ত্রণ করতে পারা ব্যক্তিকে হাদীসে "প্রকৃত বীর" বলা হয়েছে।
হাদীস শরীফে এসেছে - সে বীর নয় যে মাথায় তুলে আছাড় মারে, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ই বরং প্রকৃত বীর।
আরেক হাদীসে এসেছে - যুদ্ধের ময়দানে বীরত্বের সাথে লড়াই করা ব্যক্তি বীর নয়, রাগের সময় যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই ই বরং প্রকৃত বীর।