রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
"সৃষ্টির অধম সেই ব্যক্তি, যে আল্লাহর বিষয়ে সন্দেহ করে, দ্বীনের ব্যাপারে সন্দেহে পড়ে বা আল্লাহর বিধানকে উপহাস করে।"
(সহিহ বুখারি ও মুসলিমের মর্মানুসারে)
আরেক হাদীসে এসেছে —
"যে ব্যক্তি মানুষকে কষ্ট দেয়, অত্যাচার করে এবং নিজে কোনো উপকার করে না — সে আল্লাহর কাছে সবচেয়ে অধম।"
(তিরমিযী, হাদীস: ২৫০২)
অর্থাৎ: অধম হল সে ব্যক্তি, যে অবিশ্বাসী, কুফরি বা বিদআতে লিপ্ত, অন্যের ক্ষতি করে, আল্লাহ ও রাসূলের আদেশ অমান্য করে।