আরবদের সিন্ধু বিজয়ের সময় (৭১১ খ্রিষ্টাব্দে) ইরাকের শাসনকর্তা ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ।
তিনি ছিলেন উমাইয়া খেলাফতের এক শক্তিশালী ও প্রভাবশালী গভর্নর।
খলিফা আল-ওয়ালিদ ইবনে আব্দুল মালিক তাঁকে ইরাকের শাসনের দায়িত্ব দিয়েছিলেন।
হাজ্জাজ ইবনে ইউসুফই সেনাপতি মুহাম্মদ ইবনে কাসিম-কে সিন্ধু (বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশ) জয় করার জন্য পাঠান।
এই অভিযানের মাধ্যমেই ভারত উপমহাদেশে প্রথম আরব শাসনের সূচনা হয়।