আমাদের এই Ask Answers সাইটের কোনো সদস্য যদি মৃত্যুবরণ করেন তাহলে তাঁর ব্যবহৃত আইডির ব্যপারে এই সাইটটির নীতিমালা কি? এ বিষয়ে সাইটটির কোনো নীতিমালা আছে কি? যেমন তাঁর আইডি ফ্রিজড করে দেওয়া / রিমেম্বার লিস্ট তৈরি করে রিমেম্বার করে রাখা / মৃত সদস্যগণ নামে কোনো বিভাগ রেখে সেই বিভাগে তাঁর আইডি প্রদর্শন করা / চাইলে অন্যকেউ যদি তার ইমেইল ও পাসওয়ার্ড জানে তবে তাঁর পক্ষে মৃত সদস্যের আইডি একটিভ রাখার অনুমতি থাকা - ইত্যাদি এরকম কোনোকিছু ব্যবস্থা আছে কি?
( এর জন্য তো অবশ্য তার মৃত্যু সম্পর্কে কর্তৃপক্ষকে নিশ্চিত হতে হবে। এই নিশ্চিত হওয়ার মাধ্যম হতে পারে যার রেফারে তিনি এখানে রেজিষ্ট্রেশন করেছেন তাঁর থেকে নিশ্চিত তথ্য পাওয়া বা তার রেফারে যাঁরা এ সাইটে রেজিষ্ট্রেশন করেছেন তাদের কারও মাধ্যমে তাঁর মৃত্যু সম্পর্কে নিশ্চিত তথ্য লাভ করা। (অথবা কর্তৃপক্ষ এ বিষয়ে তথ্য নিশ্চিত করার আরও স্ট্রং কোনো পন্থা বের করতে পারে।)
এ বিষয়ে কর্তৃপক্ষ চাইলে উদ্যোগ নিতে পারেন। সবাইকে এ বিষয়ে জানানোর জন্য নোটিশ বর্ড আকারে সাইটের উপরে বা নিচে এড করে দেওয়া বা সবাইকে একসাথে মেসেজ করে দেওয়া। তাহলে হয়তো বা একটিভ সদস্যগণ এ বিষয়টা কর্তৃপক্ষের নজরে দেওয়া শুরু করবে।)