Bot mitigation techniques হলো স্বয়ংক্রিয় বা ক্ষতিকর বট শনাক্ত ও প্রতিরোধের পদ্ধতি। সাধারণ কৌশলগুলোর মধ্যে আছে CAPTCHA, rate limiting, IP reputation filtering, device fingerprinting, behavioral analysis এবং machine learning detection। এসব পদ্ধতি বটের অস্বাভাবিক রিকোয়েস্ট প্যাটার্ন, মাউস মুভমেন্ট বা টাইপিং স্পিড বিশ্লেষণ করে তাদের আলাদা করে। এর ফলে ওয়েবসাইট স্ক্র্যাপিং, credential stuffing, ও DDoS আক্রমণ থেকে সুরক্ষিত থাকে।