আসলে ইমার্জেন্সি পিল সেবনের পর কারো কারো শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ফলে কয়েক মাস পিরিয়ড অনিয়মিত হয় বা ঠিক মত হয় না।
তাই এই মুহূর্তে বলা সম্ভব না যে আপনি প্রেগন্যান্ট। হয়ত পিলের সাইড ইফেক্ট এর কারনে মেনস হচ্ছে না। তাই অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই।
তবে সঠিক তথ্য জানতে চাইলে আপনাকে আলট্রাসনো করতে হবে। এই মুহূর্তে এটাই একমাত্র ভরসা টেনশন মুক্ত করার জন্য ।
কেননা কাঠি দিয়ে পরিক্ষা করলে সঠিক রেজাল্ট আসবে না এখন। যদি আলট্রাসনো করার মত সিচুয়েশন না থাকে তাহলে এক সপ্তাহ পর প্রেগনেন্সি স্ট্রিপ দিয়ে বাড়িতেই চেক করুন। ধন্যবাদ।