পিরিয়ডের সাইকেল ৩০ দিনের। পিরিয়ড শুরু সেপ্টেম্বর ১৩ তারিখ সকালে। যৌনমিলন হইছে সেপ্টেম্বরের ২২ তারিখ রাতে। বীর্য পুরোটাই যোনির ভিতরে পড়ছে। ১ ঘন্টার মধ্যে নোরিক্স ১ খাওয়া হইছে। আজ ১২ দিন পার হচ্ছে তবু ব্লিডিং হচ্ছে না। এখন গর্ভধারনের ঝুকি আছে?
শুনেছি ইমার্জেজেন্সি পিল নোরিক্স খাওয়ার পরে ১ সপ্তাহের মধ্যে ব্লিডিং হয়।
কিন্তু আমার সেরকম কিছুই হচ্ছেনা।
এখন কি আমি প্রেগ্নন্যান্ট।
দয়া করে সাহায্য করুন।