এমএমকিট খাওয়ার পর শরীরের হরমোন লেভেল ঠিক হতে এক মাসের ও বেশি সময় লাগে। তাই এর আগে টেস্ট করলে পজিটিভ আসবে এটাই স্বাভাবিক। এজন্য আবার এমএমকিট খেতে হবে না।
তবে সন্দেহ হলে আলট্রাসনো করতে পারেন। আলট্রা করার পর যদি রিপোর্টে দেখেন যে বেবির কিছু অংশ রয়ে গেছে তাহলে গাইনি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সরাসরি দেখা করে পরামর্শ নিন। অহেতুক ফার্মেসির লোকের কথা শুনে এমএমকিট খাবেন না।