গর্ভকালীন সময় নারীর শরীরে রক্ত সঞ্চালন বেড়ে যায়। এতে যোনির টিস্যুতে রক্তপ্রবাহ বাড়ে, আর স্বাভাবিকভাবেই লুব্রিকেশনও বেড়ে যায়। এজন্য সহবাসের সময় যোনি পিছলা অনুভূত হতে পারে।
তবে মনে রাখবেন, ভেজাভাব বেশি হলেও সবসময় নিরাপদ নাও হতে পারে। যদি প্রেগন্যান্সি হাই-রিস্ক হয়, যেমন প্লাসেন্টা সমস্যা, অকাল ব্যথা বা আগের গর্ভপাতের ইতিহাস থাকে, তখন সহবাস এড়িয়ে চলাই ভালো।
"শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে নিন, আর যেকোনো সন্দেহজনক পরিস্থিতিতে ডাক্তারকে প্রশ্ন করতে ভুলবেন না।"