1. নিম গাছ – গন্ধে সাপ আসে না বলে মনে করা হয়।
2. লেবু গাছ – সাপ লেবুর গন্ধ সহ্য করতে পারে না।
3. তুলসি গাছ – পবিত্র ও সাপভীতিকারক বলে বিশ্বাস করা হয়।
4. গন্ধরাজ বা রজনীগন্ধা গাছ – তীব্র গন্ধে সাপ দূরে থাকে।
তবে মনে রাখো, এগুলো লোকজ বিশ্বাস; আসলে সাপ দূরে রাখতে বাড়ি পরিষ্কার, শুকনো ও ঘাস-ময়লা মুক্ত রাখাই সবচেয়ে কার্যকর উপায়।