ওয়েবসাইট তৈরির সহজ ধাপসমূহ:
* প্রথমে উদ্দেশ্য নির্ধারণ করুন ( যেমন: ব্লগ, ব্যবসা, দোকান),
* একটি ডোমেইন নাম কিনুন
* অত:পর চাহিদা অনুযায়ী হোস্টিং কিনুন।
* ডিজাইন রাখতে ওয়্যারফ্রেম বানান।
* কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (যেমন WordPress) বা HTML/CSS/JS দিয়ে build করুন।
* পেজ টেস্ট করে সিকিউরিটি ও SEO সেটাপ করুন।
* শেষে প্রকাশ (publish) করে নিয়মিত আপডেট ও ব্যাকআপ রক্ষা করুন।