হাতির বাচ্চা জন্মের সময় সাধারণত বেশ বড় ও ভারী হয়ে জন্মায়। এশীয় হাতির বাচ্চার ওজন গড়ে ৯০ থেকে ১২০ কেজি হয়, আর আফ্রিকান হাতির বাচ্চার ওজন সাধারণত ১০০ থেকে ১৪৫ কেজি পর্যন্ত হতে পারে। জন্মের সময়ই বাচ্চারা শক্তিশালী থাকে এবং জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই দাঁড়িয়ে হাঁটতে পারে। এদের বৃদ্ধির হারও দ্রুত, কারণ প্রতিদিন তারা প্রচুর দুধ পান করে।